Wellcome to National Portal

১ নভেম্বর ২০২৩ খ্রিঃ হতে ৩০ জুন  ২০২৪ খ্রিঃ পর্যন্ত মোট আট মাস দেশব্যাপী (২৫ সেঃমিঃ আকারের চেয়ে ছোট ইলিশ) জাটকা আহরণ, পরিবহন, মজুদ,  বাজারজাতকরণ,  ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।-মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।  জাটকা রক্ষায় সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped



যোগাযোগ

যোগাযোগ ব্যবস্থা

ঢাকা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচর ব্রীজ হয়ে বাগানবাড়ী দিয়ে মতলব উত্তর উপজেলা পরিষদে আসতে হয়। চাঁদপুর থেকে মতলব দক্ষিণ উপজেলার উপর দিয়ে মতলব উত্তর উপজেলা পরিষদে আসতে হয়। এ উপজেলার চারদিক নদী বেষ্টিত। নদীর তীর ঘেঁষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেড়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। এক সময় নদীই ছিল মতলব উত্তর উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে মেঘনা ও ধনাগদা নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে যাত্রী ও মালামাল পারাপার করা হয়। ঢাকা, নারায়ণগঞ্জ, অথবা চাদঁপুর থেকে লঞ্চযোগে মোহনপুর বা ষাটনল লঞ্চ ঘাট হয়ে মতলব উত্তর উপজেলায় আসা যায়। রেলপথে এ উপজেলার সাথে কোন যোগাযোগ নাই। এ উপজেলায় বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি।

  • পাকা রাস্তা ১০৩.৩৯ কি.মি., আধা পাকা রাস্তা ১৮.৫৯ কি.মি., কাঁচা রাস্তা ৩৫.৬৯ কি.মি.,
  • ব্রীজ/কালভার্টের সংখ্যা ২৫৮টি,
  • নদীর সংখ্যা ০২টি (মেঘনা ও ধনাগদা)