Wellcome to National Portal

১ নভেম্বর ২০২৩ খ্রিঃ হতে ৩০ জুন  ২০২৪ খ্রিঃ পর্যন্ত মোট আট মাস দেশব্যাপী (২৫ সেঃমিঃ আকারের চেয়ে ছোট ইলিশ) জাটকা আহরণ, পরিবহন, মজুদ,  বাজারজাতকরণ,  ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।-মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ।  জাটকা রক্ষায় সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped



সেবার তালিকা

কী সেবা কীভাবে পাবেন

 

সেবার বিবরণ

১. মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/পরিকল্পনা গ্রহনের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান।

২. মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষন/মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারন সেবা প্রদান।

৩. অফিসে আগত মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান।

৪. মৎস্য চাষ সম্প্রসারনের লক্ষ্যে ব্যাক্তি/প্রতিষ্ঠানকে মৎস্য ঋন প্রাপ্তিতে সহয়তা সেবা প্রদান।

৫. মৎস্য চাষের আধুনিক উপকরন ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান।

৬. বাণিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান।

৭. দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষন ও সম্প্রসারণ সহায়তা সেবা প্রদান।

৮. মাছ ও চিংড়ি অবতরন কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সেবা প্রদান।

৯. জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা।